বসন্তের রেশ
অরুণ কারফা
25.03.2023


নিজেকে দেখার প্রচেষ্টা আমার  
           সাফল্যের সাথে হয় না শেষ,,,,
যদিও আয়না দেয় না বাধা
তদন্তে ময়না জাগায় না আশা..
          প্রতি বসন্তের সমাপনে ব্যর্থতা দেয়
শ্লাঘায় ঠেস।


আনন্দের তীব্রতা ক্ষীণ হবে বলে
ব্যর্থতা দিয়ে প্রাচীর তুলে
ঘাপটি মেরে বসে থাকি লোকচক্ষুর অন্তরালে,
কোকিল কুঞ্জন গেলেও শোনা
কোকিলা করে না আনাগোনা
                        দখিনা হাওয়ায় নিষিদ্ধ দুর্গে
                  ফুলের গন্ধ করে না প্রবেশ।


বলছি তারই ধরেই রেশ...