আলো জ্বালো
অরুণ কারফা
দুটো জীবনের বাঁধনের জন্যে ,
অন্ধকারকে প্রগাঢ় করতে
যত আলো হত নেভাতে
ততটায় রাজি হয়নি মন,
স্বভাবতই একটা পুরু দাগ, হাল্কা করে দিয়ে অনুরাগ
দুজনের মাঝে খুব সহজে
তৈরি করেছিল বিভাজন।
ভেবেছিলাম নিবিড়ে রেখা পার করে
ঘুরে আসব দেখে ওপাশে, কেন চায়না বাতি জ্বেলে সে
দূর করতে রাতির আঁধার
কী আছে রহস্য লুকিয়ে সেখানে
রাজি নয় আপোষে যার জন্যে
থেকে গেলেও মাঝে অবাঞ্ছিত দূরত্ব,
তা, কিছু করার আগে বলল সে রেগে
যত বেশি আলো জ্বালিয়ে লোকে করছে রাতকে সংক্ষিপ্ত
সভ্যতার নামে বেড়ে অপরাধ
জীবন হচ্ছে বিপর্যস্ত।