সমতুল
অরুণ কারফা
কী ভালবাসো জানালে তা
জুঁইয়ের গুচ্ছ নাকি বনফুল
সেই হিসেবে পারতাম বুঝতে
সঠিক মানুষ পেরেছি চিনতে
নাকি কোথাও হচ্ছে ভুল।
এ ভুল যে বড্ড পীড়াদায়ক,
স্বপ্নের বলয়ে মনে হয় নায়ক
কিন্তু, সেই যখন হয় বাস্তবে চালক
মনে হয় তখন আঁধার দিয়ে আঁধার দূর করার
এমন অভিনব চেষ্টা বাতুল।
আর, যদি হয় সে মনোমত
সাদা জুঁই হোক বা বনফুল
কেউ রাখে সাজিয়ে তাকে
কেউ লড়তে জীবন যুদ্ধে সঙ্গে নিয়ে ভাবে সমতুল।