ভালবাসায় প্রত্যাশা
অরুণ কারফা


    ভালবাসা হয়ত কারো কাছে
-গনগনে রোদের তপ্ত দিনে চনমনে মনে থাকার জন্যে  
কালো কুচকুচে রঙের ছাতা,
  যদিও আবার কারো কাছে তা
   -শুভ্রতার কাছে সমর্পণ করা
ন্যায় নীতিহীন শিকলবদ্ধতা।


কারো কাছে বা গল্প গাথা.....
- যা কিনা কারুর, ত্রস্ত জীবনে জুড়ে রেখে মন অনটনে সারাক্ষণ,
কাঁধে কাঁধ মিলিয়ে জেতায় রণ,
তাই, ঝড়ের দিনে নিশ্চিন্ত মনে জড়িয়ে থাকে স্বর্ণ লতা।


হয়ত এ পর্যন্ত  ঠিক ছিল সবই
- যদি না এক ফাগুন দিনে নতুন ফুলের দারুণ ঘ্রাণে, আকৃষ্ট হয়ে কালো ভ্রমর গুনগুনিয়ে দুলিয়ে কোমর
পুরনো বন্ধুকে ভুলে গিয়ে
মধু খেতে চেয়ে সুখে
অন্য প্রেমীর প্রশস্ত বুকে
বসে জুড়ে দিত - প্রেমের পিরিতের আলাপচারিতা।