বসন্তের সাথী
অরুণ কারফা


              বসন্তে যদি আসে সাথী , এই ভেবে স্বাগতমের তরে ,
বর্ষা যখন ঝরে অঝোরে
         তখনই সেরে রাখতে চাইলাম  
যতটা সম্ভব নিখুঁত প্রস্তুতি।


অবশ্যই, তার জন্যে
কিছুটা সময় হতই দিতে
কাজটা করতে নিজের হিতে।


তাই, স্মৃতির সরনি বেয়ে
তার পছন্দের ডালি নিয়ে নাড়া চাড়া করতে গিয়ে চেষ্টা করলাম যথা সম্ভব তাকে বুঝে উঠতে ,
                 বসন্তে নামলে রিম ঝিম বৃষ্টি
                 চাতকের মত আকণ্ঠ দৃষ্টি
ভালবাসায় ভরিয়ে নিতে,
         সে কি পারবে খোলা মাঠে ছুটে বেড়াতে
অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে ,
যেমনটি পারে এক নাগাড়ে শ্রাবণ মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফুরন্ত জীবনী শক্তি দেখিয়ে
অক্লান্ত হৃদয়ে দোপাটির সার।


নাকি, না গেলেও মেঘ আকাশে ভেসে
           ময়ূরের মত পেখম তুলে সে বেড়াবে হেসে হেসে কদম তলে
বসন্ত এলে
কুড়োতে কুড়োতে ফুলের বাহার।


এমনটাও ভাবি কখনো আবার, বরষ যেমন দিয়ে পরশ
ব্যাঙের গলায় তোলে হরষ  
            তেমনই যদি দখিনে দুলে        
            কোকিলের মত মন খুলে
গেয়ে ওঠে সে নিজের অজান্তে,
          আমিও তার ভালবাসার
          গোপন কথার উৎস জানার
হয়ত সুযোগ পাব একবার।।