নীল পরী
অরুণ কারফা


নীল পরী অবশ্যই এসো,
স্বপ্নে এসে হাওয়ায় ভেসে
        আমার সঙ্গে কেতন উড়িয়ে
        দেখবে না হয় স্বদেশ চুটিয়ে  
আজকে তবে নয়;
আজ ডাক দিচ্ছে সমাজ
                           রুখতে অবক্ষয়।


বাজছে বাঁশি করুণ সুরে
মাঠে ঘাটে পাহাড় চূড়ে,
     কেউ কেউ কাঁদলেও জোরে
            যাদের আছে বুকে পাটা
হারতে রাজি নয় ;
        তারা সব বাজিয়ে ভেরী
         অকুতভয় আসছে তেড়ে ,
হবেই তাদের জয়। । ।