অলীক বাহার
অরুণ কারফা
নয়নাভিরাম প্রজাপতিটা উড়েই চলেছে
একফুল থেকে অন্যের বুকে....
এক নাগাড়ে গন্ধ শুঁকে,,,,,
সৌন্দর্যের হয়ত কিছুই বোঝেনা
বুঝলে হয়ত যেতে না ছেড়ে
থাকত টিকে নরম বুকে
চিরতরে আস্তানা গেড়ে ।
নাকি এর উল্টোটা ঠিক ;
নিত্য নতুন রূপের ফাঁদে
অনাস্বাদিত মধুর স্বাদে, ওতোপ্রোত নিজেকে জড়াতে
মানুষের মত ভালবেসে গুণী জুটলেও তার বরাতে
সান্নিধ্য ছেড়ে যায় প্রিয়ার
দেখে অন্যের রূপের বাহার!