সোনার পাতে মোড়া
অরুণ কারফা
একই আকাশ কারুর জন্যে বিষন্নতায় ভরা।
আবার কারুর জন্যে বর্ষার আগমনে
ময়ূর যেমন উচ্ছ্বাসে মন প্রাণ খুলে পেখম তুলে নাচে অরণ্যে ,
তেমনই মনকাড়া
রামধনু দিয়ে গড়া ।
একই বাতাস কারুর জন্যে সুরভি দিয়ে ভরা
মন উজ্জীবিত করা,
ভাল লাগায় হেমন্তে পাতা ঝরা,
আবার তেমনই কারুর
থাকার বসতি উৎখাত করে
নিয়ে গিয়ে দূরে ফেলে দিয়ে ছুঁড়ে
বোঝায় তাকে প্রকৃতির নিয়ম, এমনই মেজাজ কড়া।
তখন বোঝা যায়, কারুর জন্যে হলেও দেবদূত অন্যের জন্যে সে যমদূত
সব কিছু নয় সোনার পাতে মোড়া।