নদীর ওই কুল
অরুণ কারফা


তাদের সংখ্যা নগণ্য নয়
     যারা অলস চিন্তায় নিমগ্ন থেকে
         ভগ্ন হৃদয়ে ঈশ্বরকে ডেকে
উৎকণ্ঠিত থাকে থেকে থেকে ,,,
যেন মৃত্যুটা হাসি মুখে হয়.....
      যাতে এ জীবনের সাথী
      দুঃখ দুর্দশা ইত্যাদি
জীবনের থেকে দূরে সরে রয়
..........পরজন্মে ক্ষণজন্মা হয়ে জন্মানোর সময়।


এই বলে থামলে হবেই ভুল
          কারণ, এমনও আছে ধারা
মনে করে না যারা
          এই পাড়ই সমস্যায় ভরা
আর শস্য শ্যামলা নদীর ওই কুল
নেই কোনো সংশয়।