স্বপ্ন বিলাসী
অরুণ কারফা


প্রায়
       প্রত্যেক দিন
                             রাতে
স্বপন এসে জানলায় বসে
                    একটু খানি জিরিয়ে নিয়ে  
          ইনিয়ে
                      বিনয়ে
              মিষ্টি কথায় মন ভিজিয়ে
বিফল হলে শেষে,
জানলার ওপারে গারদ ধরে কয়েক প্রহর অপেক্ষা করে
                     একাই যেত ফিরে
অন্য কোনো স্বপ্ন বিলাসীর নীড়ে।


অথচ বেশ পড়ে মনে,
এককালে চাইতাম এমন কোনো স্বপ্ন দেখতে,
                     যাতে
///জ্যোৎস্নার মত প্রেমিকা নয়
জানলা দিয়ে যার প্রবেশ হয় ///
               ~সূর্যের মত ঝকঝকে তেজস্বিনী
অসূর্যম্পশ্যা হলেও উনি~
     সদর দরজা ঠেলে ঢুকে বলবেন প্রশস্ত বুক ঠুকে
                  থাকলেও ওদের মণি মাণিক্য আমরা যেহেতু সংখ্যাধিক্য
হতেই হবে আমাদের জয়
                    স্বপ্ন যদি বাস্তবে রয়।