তার আগমন
অরুণ কারফা


মন বলেছিল সে আসবে তবে,
পারেনি বলতে কবে কী ভাবে।


পারেনি বলতে আসবে কখন
বাসন্তী শাড়ির থাকবে পরন
অথবা থাকবে বালা হাতে
খাঁটি সোনার মত গড়ন।


নাকি, আসবে কাঁচের চুড়ি পরে
রুনুঝুনু শব্দ করে
দিন মজুরের মেয়ে যেমন
কালো হলেও গায়ের বরণ
উচ্ছল হয় চলার ধরণ
আর, মনটা হয় স্বচ্ছ চিকন।