অপরিনত প্রেম
                      অরুণ কারফা


পাতা গেল ঝরে মর্মর রবে
ফুলে ফুলে বাগ ভরল নীরবে ,
মৌমাছি এল দলবল নিয়ে    
            মনকাড়া সুরে গুনগুনিয়ে,
তবুও এল না প্রাণে বসন্ত ;
            
  রটলেও একথা চতুর্দিকে
      ভরল না মন একটু পুলকে,
কারণ, তার পাষান হৃদয়
হয়ত হলে এতে সদয়,
       এ সবের মর্ম জানত।


কালো মেঘ এলো আঁধার ভরে
বৃষ্টি নামলো ঝর ঝর করে....
          রিম ঝিম রিম ঝিম স্বরে,
রামধনু দিল আকাশ পুরে
       সাতটা রঙে সজ্জিত করে,
যাতে সে পারে দিগন্ত জুড়ে
      নেমে আসতে আলোকিত রথে,,,,
তবুও হলাম হতাশ দিনান্তে;


প্রেম তো তখনও হয়নি
পরিনত।