ঠুঁটো জগন্নাথ
অরুণ কারফা


এসেছিল যখন কালো মেঘটা
ধরে নিয়ে ছিলাম পেলাম একটা
                     মনের মত মেয়ে,
বিনুনি গুলো মনে হচ্ছিল
আপন মনে যেন দুলছিল
                 আমার পানে চেয়ে।


ভাবলাম কীভাবে আলাপ হবে
পৌরুষ কি বাধা হয়ে দাঁড়াবে
               প্রস্তাব পাঠাতে গিয়ে,
যেমনটা হয় প্রতি নিয়ত
সামন্ততান্ত্রিক প্রথাগত
                   সমাজে হলে বিয়ে।


ও বোধহয় তা বুঝতে পেরে  
অঝোর কান্নায় ভেঙ্গে পড়ে
            জানিয়ে গেল প্রতিবাদ,
আর, আমি দুই মুগ্ধ চোখে
রইলাম তার অবস্থা দেখে
       যেমন থাকে ঠুঁটো জগন্নাথ।