উত্তরণের প্রহসন
অরুণ কারফা


মনের কথা,
হতোদ্যম না হয়ে
লিখতে না পারলে নির্ভয়ে
               অন্যের ইচ্ছায় চালাও কলম,
শেষ হয়ে গেলেও কালি
শাসক শ্রেণীর পেলে তালি
মুখ দিয়ে হবে লালা নিঃসরণ,      
                        আর, তাই দিয়ে তখন মনের মতন
সাদায় কালোয় দেশের ভালোয়
মিষ্টি মিষ্টি করে লেখো রঙিন ভাষায় উন্নয়ন।


      এমনটা হলে পুরস্কার এলে
      অনেকেই হয়ত ভাববে তাহলে
      সাহিত্যিক হিসেবে হল উত্তরণ।


আর কলম নবিশ,
চোখের জ্যোতি গেলেও নিভে
লালসা থাকলে  জীবিত জিভে
    - শ্রবণ শক্তি স্তিমিত হয়েও -
স্তব্ধ না হয়ে গেলে বচন,
         ক্ষমতাশালীর প্রবচন নিয়ে
উজ্জ্বল ভবিষ্যৎ লোককে দেখিয়ে
চালিয়ে যাও ন্যাক্কারজনক উন্নয়নের প্রহসন।।