সাগর সঙ্গমে
অরুণ কারফা


                 এর পিছনে কোনো অভিসন্ধি ছিল না
ছিল নিপাট নিছক কৌতুহল।


নদীকে জিজ্ঞাসা করেছিলাম
সে কি ভালোবাসে শুধু একজনকেই,
                    এত জন আসলেও চলার পথে ,
উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে
চলে গেল সে অন্য দিকে
                     ভাঙন ধরিয়ে দুই পাড়ে তার
আর, যত দোষ হল শুধুই আমার।


একই কথা জিজ্ঞাসা করলাম  আকাশকে এবার
       যার ধনে প্রতিপত্তি নদীর
ঘনিয়ে এলেই ব্যস্ত আষাঢ়,
       কালো চাদরে নিজেকে মুড়ে
এত বেশি কান্না ঝরালো অদূরে,
                        ধাওয়া করে তার অশ্রুধারা
সেই নদীর কাছেই ফিরলাম আবার। ।