সম্পর্কের বাঁধন
অরুণ কারফা

মন হারায়নি, হারিয়েছিল মন তার সঙ্গে কথোপকথন
না বলে কয়ে আচম্বিতে,
একদিন যেমন পেয়েছিল শরণ নিঃসঙ্গতা চরম যখন
কোকিল ডাকা ঘোর বসন্তে।

এখন অমা করলেও ক্ষমা, ভুলতে পারেনা পূর্ণিমা
                       পাতার ফাঁকে ঝাঁকে ঝাঁকে চুঁইয়ে পড়লে দুধেল জ্যোৎস্না
না এলেও সে পলাশ বনে বইতে থাকে স্মৃতির বন্যা।

বাঁধ তুলিনা আটকাতে তা
                পাল্টে দেখি বিস্মৃতির পাতা
কারণ যদি এমন হলে ভাসতে ভাসতে বেনোজলে উৎসের সন্ধান না পেলেও
সম্পর্কের বাঁধন আবার খোলে।