বৃদ্ধাশ্রমের কোলে
অরুণ কারফা

ঠিক সেভাবে বলতে গেলে
যেদিন আলাপ হল ওদের মাঝে নিবিড় ছায়ায় কদম তলে
      গাছটা ছিল ভরা ফুলে
আর, হাড় ভাঙ্গা পরিশ্রমের পর সূর্য তখন স্থবির নিথর
      ধীরে ধীরে পড়ছে ঢলে
কলঙ্কিত বৃদ্ধাশ্রমের অবাঞ্ছিত অমোঘ কোলে।

আলো তখনও বাড়ি না যাওয়ায় বধূর ন্যায় চতুর চাঁদ ওঠেনি ডাঙ্গায়
মেঘের দিঘীর ভিতর থেকে স্নান সেরে নিয়ে দায়
     সেই অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী হতে ,
      জবাবদিহি এড়িয়ে যেতে,
আর ওদিকে, ধৈর্যের বাঁধ ভাঙ্গছে প্রেমীর
স্নিগ্ধ জ্যোৎস্নার পরশ পেয়ে নতুন জীবন শুরু করে
পরষ্পরকে পেতে পাশে
...এটাই হয় সব সময়, ঘুঁটে পুড়লে গোবর হাসে ।