আন্তরিক ভালবাসা
অরুণ কারফা


মনে কর পেতে চাইছ তাকে
      ভালবাসবে যে নিভৃতে, ,
হঠাৎ পাঁচ মাথার মোড়ে
জটলার মধ্যে পড়ে বিপাকে ...
ভাবছ নিশ্চয়ই চিনবে কেমন করে?
যেমন করে শিশির প'ড়ে
শিউলি ফুলের ঠিক উপরে ,,
হাসির ফোয়ারা দেয় ছুঁড়ে
শরৎ কালের ফুটন্ত ভোরে।


মনে কর, ঝড়ের দাপটে
লণ্ডভণ্ড যখন নিকটে
প্রায় সব কিছু একদিন হঠাৎ
বুঝে ওঠার আগেই জোরে,
ঠিক তখনই
কেউ এলো করুণ চাউনিতে আকুতি জানিয়ে ভাঙা ছাউনিতে আশ্রয় নিতে তোমার কুটিরে;
তখন সেই নীরবতায়
চোখ ঝলসানো জোনাক ছটায় যদি দেখে তাকে,
মেঘের ভাঁজে বিজলীর চেয়েও মনে হয় আরো বেশি সুন্দর ;
বুঝতে হবে সে'ই হচ্ছে সত্যিকারের বড় প্রিয়জন,,,,
না দিয়েও যে কোনো দর্শন
ফাঁদে ফেলেছে কব্জা করে
তোমার কুসুম কোমল অন্তর।