কাক পণ্ডিত
অরুণ কারফা


বেশ মনে হয় মাঝে মাঝে,,,,
        বুঝতে পারলে কাকের ভাষা
হয়ত বোঝা যেত সহজে,
           তারও আছে কবির মত  ক্ষত বিক্ষত ,
         শিক্ষিত সমাজে বিতর্কিত
যন্ত্রণাময় ব্যথিত হৃদয়।


মনকাড়া না দেখতে হলেও ,
হয়ত ডাকে সাড়া দিলে,
বলত সে মন খুলে
          ঝড় ঝঞ্ঝা কেটে গেলে
          আবার কেমন ডানা মেলে
খড়কুটো কীভাবে খুঁজে
তারপর কত ভেবে গুঁজে
            কোটরে ভরে গড়ে বাসা,
তাতে হয়ত ব্যর্থ কবি
উদ্দীপ্ত হয়ে আবার দিব্যি
সাহসে পেত লেখার আশা। ।