জীবন চক্র
অরুণ কারফা


আকাশের দিকে চে'য়ে হতাশে  লিখছিলাম এক উড়ো চিঠি....
প্রতি নিয়ত লিখি যেমনটি
বাধ্য হয়ে তার উদ্দেশে,,,,,
ঠিকানা ছাড়া সব কিছু যে
ছেড়ে গিয়েছিল ভালবেসে।


সমস্যা হল অনেকের মত, লিখতে পারি না অসঙ্গত ইনিয়ে বিনিয়ে ফেনিয়ে ফেনিয়ে প্রথম চালে,
যার জন্যে লিখতে বসি আসলে।


তাই, আরম্ভ করলাম এই ভাবে বলে : বাস করছে মন যার সাথে এখন, প্রথম আমায় দেখেছিল সে  ভবঘুরের বেশে কোনো এককালে।


নদী যেমন এঁকে বেঁকে চলে এড়িয়ে যায় বহু কৌশলে
অনেক নদের গতি পথ যাতে,
কাটাতে না হয় শেষ জীবনটা, না মিললেও মত আর কারুর সাথে।


অথচ,
মনের মিল ঘটালেও মিল
সময়ের সাথে,
শেষকালে পড়ে অথৈ সাগরে
হারিয়ে গিয়ে কালের কবলে,
আকাশের দিকেই তাকায় তখন
আরম্ভ করতে নতুন জীবন,
সম্ভব হলে আবার যুগলে।