অনাড়ম্বর ভালবাসা
অরুণ কারফা


অনাড়ম্বর ভালবাসা দিয়ে
হৃদপিঞ্জরে আঁচর কেটে
                  এঁকেছিলাম যাকে,
একদিন জাঁক জমকের ঝোঁকে
                  নির্লিপ্ত ভাবে অপলকে
চলে গেল ছেড়ে অচিনপুরে
....... সময় থাকতে সতর্ক করে জানতে না দিয়ে একটুও আমাকে।


থাকলেও পড়ে পায়ের ছাপ আর
ইতিউতি কিছু চিহ্ন তার আশেপাশে,
    বুকেতে আমার যে অদৃশ্য চাপ
জন্ম দিয়েছিল তার পরিমাপ
     কোনোদিন কি কোনো ভাবে
বুঝতে পারবে সে পরবাসে?


আর, পারলেই বা কী ?
              সুদূর কোনো দর্শনীয় স্থান
কেড়ে নিয়ে মন জুরালে প্রাণ
           দেখে যখন ফেরে কেউ তার ঘরে
কয়েকটা দিন থাকলেও ঘোরে
            তারপর কি আর তেমন করে
সে সব কথা মনে পড়ে?


অথচ, ঐ ক্যাঁচোর কোঁচোর আওয়াজ করা বাঁশঝাড়টা
সবুজ রঙে সাজিয়ে দিয়ে মজে যাওয়া পুকুর পাড়টা
          ঠায় দাঁড়িয়ে থাকলেও এক ভাবে ,
হলফ করে বলতে পারি
চাঁদ উঠলে মাথায় তারই
          কী ভাবে জলের
তলে খেলা চলে
          বহুকাল পরেও তা অনুভবে
বলতে পারে প্রায় সকলে,,,,
নিখুঁত ভাবে । ।