স্মৃতির স্মারক
অরুণ কারফা


হারিয়ে যাওয়া দিন গুলো নিয়ে যতটা পারি ইনিয়ে বিনিয়ে
সাজাচ্ছিলাম স্মৃতির স্মারক,
                 কিন্তু কী হারিয়েছি পুরনো দিনে
                 কিছুতেই পড়ছিল না মনে
স্মৃতি শক্তির ব্যবহার দেখে তাই  মনে হচ্ছিল
           সে আর যাই হোক
           বন্ধুত্ব পূর্ণ নয়
বরং এক সাক্ষাৎ মহাপ্রতারক।


তাই প্রথমেই যা পড়ল মনে
মাষ্টার মশায়ের থেকে জ্ঞান কিনে
            বিক্রি করেছি উঁচু দরে
            বিদ্যা ছড়াতে ঘরে ঘরে।.


তাতেও যখন খাচ্ছিলাম হোঁচট
অন্য প্রতিষ্ঠানকে দিতে চোট
            তাদের ছেলেদের ছবি বিলিয়ে
            নিজেদের বলে চালিয়ে দিয়ে
ছাত্র জোগাড়ে ঘটিয়ে ছিলাম এক প্রচণ্ড বিস্ফোট।


পরের ধাপে ঘোষণা করতেই একপ্রস্ত বৃত্তি...
নিজেই পড়ে গেলাম চাপে
           হুড়োহুড়ি পড়ে যেতে নিত্যি,
           বেগতিক দেখে পয়সা ওয়ালাদের রেখে
মেধাবী হলেও বাদ দিয়ে ছিলাম
তাদের যারা  হলেও হতে পারত একদিন সত্যিকারের মুকুটের পালক
             আর, এদের নিয়েই সাজানো যেত আজকের দিনে স্মৃতির স্মারক।