লড়াই করার বার্তা
অরুণ কারফা


ঝরা পাতায় কবিতা লিখে
           গাছের গোড়ায় ছড়িয়ে
তাকে
ভেবেছিলাম পচন ধরলে  
           দুর্গন্ধে ভরিয়ে তা,
সার হয়ে ফোটাবে পাতা।


নতুবা, ফুল হয়ে ফুটলে সে
গন্ধ পেয়ে ভোমরা এসে
গুঞ্জনে ভরলে চারিধার
                        জেগে উঠবে অমূল্য বিলুপ্ত পৌরাণিক লোককথা।


কিন্তু যা কখনো পারিনি ভাবতে :
        ঝোড়ো হাওয়া তেড়ে এসে
উড়িয়ে দিলেও তাকে শেষে
       আলোড়ন তুলে
চিন্তা ভাবনার আগল খুলে,
         চতুর্দিকে ছড়াবে তা লড়াই করার অদম্য বার্তা।