রোদের জ্যোৎস্না
অরুণ কারফা


চোখের জল তার মাধুরী তাই  
চোখে থাকলেই ভালো লাগে ;
কিন্তু এ কী বিড়ম্বনা
নেমে এলেই কান্না হয়ে
যার পর নাই কষ্ট জাগে।


এই কথা বলেছিলাম বলে
রাগ দেখিয়ে যাচ্ছিল চলে।


মাথা চুলকে তখন ওকে
বললাম ভান করে বকে
হাসিটা তোমার রেখে গালে
কান্না তার সঙ্গে ঝরালে
জ্যোৎস্না ঝরবে সূর্য তলে ।