ঋণের দীনে
অরুণ কারফা

বহুদিন ধরে বৃষ্টি পড়া দেখে যখন মনমড়া
অবশেষে শরৎ এসে    
               দেখাবে শুধুই শিউলি ঝরা।

অপেক্ষা এখন প্রহর গোনার...
দেখব যখন মোহর সোনার
ফেলে দিয়ে মেঘের ভেলা বাড়ি ফেরার দেখাচ্ছে ত্বরা।

বুলবুলিকে ভালবেসে
বাতাস বদলে এবার দিশে
                    দোল দিলে ধানের শীষে
উঠবে নেচে গাঁয়ের পাড়া,
চাষীর মনের তবুও কোণে আঁচর কাটায় সুদ আর ঋণে
ভারাক্রান্ত হৃদয়ে তার ধান কাটার নেইকো তাড়া।