বসন্তের বেদনা
অরুণ কারফা

কাঠ ফাটা রোদের মাঝে বিছানো একফালি জ্যোৎস্না
এমনই এক ঋতুর খোঁজে সম্বৎসর ঘুরেও সহজে
সন্ধান না পেয়ে তার
ঘনিয়ে আসতে অন্ধকার
ক্লান্ত ভাবনা অবশেষে করল গ্রহণ বিছানা।

সেই আঁধারে রাতের ভাঁজে
একই ধরণের কাজে
বিনিদ্র রজনী কাটিয়ে শেষে বিফল হল আরাধনা।

অবশেষে ভোরের দিকে
সূর্য উঠতে দেখি চমকে
বসন্তে কোকিলের ডাকে
খুঁজছিলাম এৎদিন যাকে বুঝেছে সে বেদনা।