শবযাত্রী
অরুণ কারফা


         পরলোকের কথা ভেবে
তুষ্টিকরণে  বিশ্বাস করি না
               করি না পোষণ মনের কোণে তেমন কোনো প্রত্যাশা বা
সাধ,,,
চিন্তা করি না শেষযাত্রায় কী হবে
               কে দেবে কেনই বা দেবে
দেবে কি দেবে না শায়িত শবে
কাঁধ।


আমি যেটুকু জানি,
        পাপ বা পূণ্য দুয়ের জন্য এখানেই সম্পূর্ণ হয় বৃত্ত,
         এখানেই হয় প্রায়শ্চিত্ত
       চাই বা না চাই
       যাই হোক অপরাধ।