কাগুজে নাও
অরুণ কারফা


এর'ম এক মেঘলা দিনে
আবদ্ধ হয়ে বাঁধনে
সে বলেছিল কিছু না হলেও
কড়ি দিয়ে সুখ আনবে কিনে।


          তাই, নামলে আকাশে বৃষ্টি
          চাতকের মত ফ্যাকাসে দৃষ্টি
          মেলে ধরে একাধারে চে'য়ে থাকি
          আকাশ পানে আর জমিনে,


কারণ একথা বেশ জানি যে
কল্প ডানায় উড়োজাহাজে
যা পারিনি আনতে খুঁজে,
          ভাসতে ভাসতে সে দিনান্তে
          আনলেই তা পারব জানতে
          হলেও বা নৌ বানানো কাগজে। ।