পরগাছা
অরুণ কারফা
পরগাছা থাকে এমন ভাবে জড়িয়ে গাছকে গলায় গলায়
যেন মন্ত্রণা দিয়ে যন্ত্রণা বাড়িয়ে
তারপর তার দায় এড়িয়ে
মেকি স্বান্তনা দেওয়ার কাজে, উচ্চতায়
ছাপিয়ে যায়।
এ সবই সে করে পরিকল্পনা মাফিক
সন্তর্পনে মেপে মেপে পায়,
যাতে গাছটা ভাবে পরগাছের প্রভাবে
ঐক্যবদ্ধতা শক্তি বাড়াবে
আর তাছাড়া, সঙ্গর বিনিময়ে উদ্বৃত্ত দিয়ে
জীবন সঙ্গীকে সঙ্গে নিয়ে
যে সংগ্রামে উৎসাহ জোগায়
সেই তো সমাজের মঙ্গল চায়।