পরোপকার
অরুণ কারফা


কেউ যেন বলেছিল
     উপকার করে যাও প্রাণ খুলে.. ..        
     প্রত্যাশা না করে বদলে,
কিন্তু কারুর জন্যে কিছু করার পর
     পর মুহূর্তেই হয়ে নিথর
     যখন দেখি সে আপন ধন
    বক্ষে আগলাচ্ছে যক্ষের মতন,
আর অন্যের জন্য করে না কিছু,
     তখন কি হয় না মনে
     এমন করে তার পিছনে
নিজের সামান্য রসদ নষ্ট করার অর্থ
           পুরোটাই গেল অথৈ জলে।


হ্যাঁ, যেহেতু নেই কারুর কাছেই অপরিমিত অথবা অপরিসীম ভাণ্ডার
তাই পরোপকরেও ভেবে চিন্তেই করা উচিত তার সদ্ব্যবহার।


নইলে প্রশ্রয় দেওয়া হয় সেই শ্রেণীর মানুষকে
           যারা চাতুর্যের সাথে সুনিপুণ অভিনয়ে
           নিজেদের অভাবী দেখিয়ে সবিনয়ে
কেড়ে খায় অন্যের মুখের গ্রাস খুবলে খুবলে স্বভাবে ,
                         বিশেষ ভাবে তাদের যারা একটু একটু করে তলিয়ে যাচ্ছে অভাবে অতলে,,,
                          সহ্য না করতে পেরে তথাকথিত সভ্যতার ত্রাস,
                          জাত ধর্ম নির্বিশেষে প্রতিটা মুহূর্তে সদলে।