নির্যাতিতার আকুতি
অরুণ কারফা হষ
শিশির ভেজা রোদ্দুর
খুঁজেছিলাম ফুলের মাঝে,
বুঝেছিলাম অবশেষে
যে হারিয়ে যায় ক্লেশে
চাইলেও পাওয়া যায় না খুঁজে।
তারপরেতেও ফুল ফোটে
ম ম করে গন্ধ ছোটে
আর ঐ মৌমাছির দল প্রতিবাদকে করে সম্বল
গুনগুন করে গুঞ্জন তুলে
এক ফুল থেকে আরেক ফুলে
চয়ন করে চলে মধু কোথাও যেন হয়নি কিছু
আর, আফসোসও নেই কারো ঠোঁটে।