এতদিন ছিল কানায় কানায়
দিঘি জলে পরিপূর্ণ
এবারে শতদল মাথা তুলেছে
দম্ভ করে তার চূর্ণ।


এতদিন অরুণ চিক চিক করে
জলে হত প্রতিফলিত
এখন কমলের রূপের ছটা
করছে তারে আলোকিত।


এতদিন চন্দ্র দিঘির বুকে
জল খেত ডুবে ডুবে
এখন যেন শত শত চন্দ্র
ভেসে আছে নীরবে।