যে ফুল ফোটে নিত্য বাগানে
করি না তারে আদর,
যারে পেতে গেলে যেতে হয় বনে
তারই বুঝি কদর।


যে আকাশ ঝুঁকে রোজ নেমে আসে
শুভ্র মেঘের বেশে,
তারে ছেড়ে আমি নীলাকাশ চাই
অচিনপুরের দেশে।


এমনই আমার বাসনা সমূহ
পাই না যারে চাই,
অমূল্য রত্ন চক্ষের সম্মুখে
উপলব্ধ হলে ফিরাই।