তুমি চলে যেতেই
রাগ করে,
পাতাগুলো সব
পরল ঝরে,
বুঝলাম এসেছে
হেমন্ত,
বেলা যে তখন
পরন্ত।


আবার কবে তুমি আসবে
আবার কবে ভালবাসবে
পাকাধান ছেড়েছে সুগন্ধ,
আমরা বসে থাকলেও ঘরে
বেরিয়েছে বুলবুলির সময় করে
তার মনে নেই দ্বন্দ্ব।


সোনালি হাওয়ায় সোনালি ধান
সোনার যেন ডেকেছে বান
আর কি থাকা যায় ঘরে,
মাঝি তুলে দিল পাল
অযথা নষ্ট না করে কাল
যাত্রীরা দাঁড়িয়ে ওপারে।