এতদিন ধরে যে কাশগুলো
নদীর দু পার আলো করেছিল
হেমন্তের প্রথম আবির্ভাবে
নিঃশব্দে কেমন ঝরে গেল।


বলে গেল তারা এটাই নিয়ম
শরতের পর হেমন্ত আসে
থামলে পরে হিমেল হওয়া
শিশির পড়ে ঘাসে ঘাসে।


চাঁদের আলো শেষের রাতে
পড়লে তাদের মাথার ’পরে
চমক দেয় বিন্দুগুলো
হাসি যেন উপচে পড়ে।