তার কথাগুলো প্রতিধ্বনিত হলে
আমার মনে,
সব ছেড়ে দিয়ে
উৎসর্গিত হই সমাজ জীবনে।


যতক্ষণ থাকে প্রতিধ্বনির
ঢেউসমূহ জীবন্ত,
ইচ্ছাগুলোও মনের ভিতর
টগবগ করে ফুটন্ত।


এমনই আমি পরনির্ভর
আর পরজীবী
নিজস্ব কোন স্বত্বাই নেই
প্রিয়ার ইচ্ছাই সবই।


তবুও আমি মেনেই নিই
এই অবস্থান,
সমাজ সেবায় বাড়ে যে আমার
আত্মসম্মান।