তুমি ছিলে না যেদিন কাছে
এখন ও আমার মনে আছে
সাগর তীরে বসে বসে
সকাল থেকে দিনের শেষে
গুনতেম আমি অসংখ্য ঢেউ;
যেই না এসে তুমি পাশে
ভরিয়ে দিয়ে মন উল্লাসে
বদলে দিলে জীবনের মানে
প্রাণ জুগিয়ে নতুন প্রাণে
জুড়ল যেন সঙ্গে কেউ।


সেদিন হতে আজো পর্য্যন্ত
ফুরিয়ে গেলেও কত বসন্ত
ফুরাওনি তুমি আমার মনে
তেমনি তাজা প্রতিক্ষনে
এই হচ্ছে তোমায় আমার পাওয়া;
আরও শত পথ এমনি করে
মাড়িয়ে গিয়েও জীবন ভরে
গাইলে ও নিত্য নতুন গান
বিঁধলেও নিত্য নতুন বান
ভবিষ্যতেও সে স্মৃতি করবে ধাওয়া।