বহুদিন আগে পাখিটার পায়ে
পরিয়েছিল কেউ বেড়ি,
শুনেছিলাম তা খুলেছিল যখন
হয়ে গিয়েছিল দেরি।


মনিবের উপর এতটাই তার
বসে গিয়েছিল মন,
সুযোগ পেলেও উড়বার আর
ইচ্ছে ছিল না তখন।


ডানা জোড়াও যেন তেমন করে
দিচ্ছিল না আর সাড়া
এও বুঝেছিল বাসা বানানো
হবে না বুঝি তার দ্বারা।


তাই বনের পাখি গাইত শুধু
শিখিয়ে দেওয়া গান
ভিটে বাটী ছাড়া মানুষের যেমন
শহরে কাঁদে প্রাণ।