উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
অরুণ কারফা

দণ্ডিত হয়েছিলাম অন্তরে
শিরদাঁড়া ঋজু করে দণ্ডায়মান না থাকার ফলে,
প্রতিবাদে মুখর হয়ে প্রদীপের শিখা বেয়ে
                   যখন ওঠা উচিত ছিল জ্বলে,
নেতিয়ে পড়ে ছিলাম তখন
                     অর্থের ডাকে তীর্থের কাকের দলে।

সেটা কিন্তু অনেক দিন পরে
             তাই, বুঝতে পারিনি কেমন করে  
দুটোর মাঝে আছে যোগাযোগ,
             তবু, আমার ভুলের মাশুল দিয়ে
যে চলেছিল সঠিক পথে সংগ্রামের কেতন তুলে
            তাকেও পোহাতে হল দুর্ভোগ
            পিষ্ট হয়ে যাঁতার কলে।