লাল  পলাশ
অরুণ কারফা

সে কি আছে না নেই.....
তার অস্তিত্বের জানান পেতে
ছল চাতুরীর আশ্রয় নিতে
দ্বিধা বোধ না হলেও আমার
শত চেষ্টা করেও মিতে, পাই না কোনো খেই।

অথচ, আমার মত অতৃপ্ত অদম্য অজেয়
যাদের অভিলাষ, প্রতি বসন্ত এলেই তারা
উল্লসিত হয়ে ওঠে, দেখলেই লাল রঙের পলাশ।

কিন্তু, এমনটা না হয়ে যদি জীবন পেয়ে ভিন্ন গতি
ধরত অন্য কোনো খাত,
          সংগ্রাম করতে শোষণের সাথে
          যাদের রক্ত বইছে স্রোতে
তাদের লাল রঙ দেখে উত্তেজনায় রুখে
দাঁড়িয়ে নেমে পড়তাম সবাই
ধরে একে অন্যের হাত,
আর তাহলে, বছর ঘুরে বসন্ত এসে দেখা দেবার আগেই
পেতাম
সত্যিকারের মুক্তির স্বাদ।