পরিত্রাণ
অরুণ কারফা


ভুলে যাওয়ার কথা নয়
তবু প্রশ্ন করতে হয়,
কখনো কখনো নিজের কাছে;
যার কথা বলব এখন
আত্মিক যোগ আর মনের বন্ধন
এতটাই ছিল গভীর প্রগাঢ় তার সঙ্গে নিত্য আমার,
ঠিক, যেমন থাকে
লতা জড়িয়ে গাছে।


সেটাই ছিল ভয়ের কারণ,
যদি কোনদিন হয় মরণ
ছেড়ে যেতে হয় পার্থিব গড়ন,
কাকে জড়িয়ে ধরে লতা
কাটাবে তার নিঃসঙ্গতা
আর, কার আশ্রয়ে করবে জীবন ধারণ?


সব সমস্যার করে সমাধান
একদিন আমাকে দিয়ে পরিত্রাণ,
নির্লিপ্ত হৃদয়ে আগে চলে গিয়ে
দুশ্চিন্তার সে'ই করল অবসান। ।