নৈতিকতার দায়
অরুণ কারফা


যে বাঁশি আগে এলে কানে,,,,,,
বুঝতাম শুনে বাজছে দূরে
--- তিক্ত সুরে বা বেসুরে,
        আজ তা কানের কাছে জোরে
বেজে বেজে শেখায় সবারে
স্বার্থপর হয়ে বাঁচতে হয় কী করে।


সমাজে ধরেছে ঘুণ.......
আগে যে গুণ আনত দ্বিগুণ
প্রতিপত্তি-মান- সম্মান,
আজ বোঝা যায় তা বোঝ হওয়ায় ,
তাদের বয়ে সংসার ঠেলা দায়,
হায় অপমান পায় নিষ্ঠাবান।