সমানাধিকার প্রতিষ্ঠা
অরুণ কারফা


যদি সহজে পেতো খুঁজে নীল রঙ এক আকাশ
আর তার সাথে কাশফুল হাতে - - যার আছে একরাশ মোলায়েম সাদা--
নীলাম্বরী শাড়ি পরা
কাগজের উপরে গড়া
তুলির টানে আঁকতো শিল্পী খুব সহজেই স্বাধীন রাধা।


কিন্তু, এলে বর্ষা কালে গর্জন করে মেঘের তলে পূঞ্জীভূত ছায়া কালো.....
রাধার হাত শক্ত করে
শিল্পীকেই জড়িয়ে ধরে,,,,
ভাঙতে হবে সগৌরবে
পুরুষ প্রধান সমাজে ব্যবস্থার শিকল গুলো। ।