মধ্যবিত্ত নদী
অরুণ কারফা


মধ্যবিত্ত জানে,
বৈচিত্র্যময় জীবনে,
এগোতে ধাপে ধাপে
যতই থাক একাগ্রতা
অসন্তোষ জমেবেই মনে
পরিস্থিতির চাপে ,
আর, টিকে থাকার জন্যে
অনেক কিছুই নিতেও হয় মেনে,
তবু প্রলোভনের হলে উদয়
নির্লোভ হৃদয়ে মনে রাখতে হয়
'লক্ষ্যর চেয়ে উপলক্ষ বড় নয়' ।


এই তো সেদিন, নীলের কোলে উড়ছিল দুলে,
এক গুচ্ছ উচ্চবিত্ত মেঘ
আধো আলো আধো ছায়ার মায়াবী খেলায় ভুলে,
যদিও ছিল না অনুরাগী তার
দিগন্ত থেকে দিগন্তে অপার
কোনো দিকেই কোনো কূলে।


যেহেতু , ভক্তের অভাবে সম্ভারের নেইকো মূল্য ,
তাই জলদ,
থাকতে না পেরে করল গলদ,,,,,
একটাই সর্বসাকূল্য,
হঠাৎ ঝাঁপ দিল সে
তপ্ত পৃথিবীর দিকে
শান্ত কোলে ঘুমন্ত নদীর বুকে
আকাশের হাত থেকে
রেহাই পাবে বলে.......
তারপর থেকে সারাজীবন
সহ্য করেও নানান দহন
নদী সেজে
অন্যের জন্য কাঁদে।