শুকনো ফুলের দীক্ষা
অরুণ কারফা


সব আশা মিইয়ে দিয়ে
ফুলটা গেল হঠাৎ শুকিয়ে।


দুজনেই ছুটেছিলাম ওর দিকে,
নিজের জন্য নয় ;
অন্যের জন্য করতে সঞ্চয়।


দুজনেরই ছিল হৃদয় অবগত
প্রথম প্রণয়ে দেওয়ার মত,
ফুলের চেয়ে ভালো উপহার
এই পৃথিবীতে আর
তেমন কিছুই নয়।


সম্ভবতঃ,
জানতে পেরে ফুলটাও তা
দিয়ে গেল অমোঘ বার্তা,,,
জিততে হলে প্রেমের খেলায়
আরম্ভেই মেনে নাও পরাজয়।