শান্তিজল
অরুণ কারফা


কেউ বলছিল পাহাড় নাকি কাঁদে না কখনো


ঝর্ণা আসলে, তার আঁচলে সযত্নে মুছে দেওয়া কপালে মায়া মাখানো পৃথিবীর জল,
যা আসে জগতের চোখে কুকর্মের বহর দেখে কৌশলে করলে মানুষের দল।


কেউ বলছিল পাহাড় নাকি হাসেও না কখনো,


তবে কি, ঝড়ের অট্টহাস্য মনে হলেও দেখে বীভৎস
আসলে তা গূঢ় রহস্য জড়ানো চিন্তার বাহ্যিক ফল,


ক'জন বোঝে তার উদ্দেশ্য
কেনই বা মেঘ এলে সহস্র
বাধ্য হয়ে সে রুখে দাঁড়ায়
যাতে দেশ পায় শান্তিজল।