ছায়া সঙ্গী
অরুণ কারফা


সেদিন যেই সে বসল এসে    
আমার পাশে নাড়িয়ে কাঁকন , গোধূলি তখন বলছে হেসে আলোর উদ্দেশে ছড়িয়ে কাঞ্চন,
ছুটির পালা এবার তোর
ফিরে আসিস আবার যখন আসবে শিশির মাখা ভোর।


ভাবলাম আমি অবাক হয়ে,
কী আশ্চর্য ব্যাপার
এমনটা তো করে না কখনো প্রিয়া আমার
সে তো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সঙ্গে থাকে স্নিগ্ধ ছাতিম ছায়ার মত।


সারাদিন তার উজ্জ্বল আলোয়
দিন কাটলে ভালোয় ভালোয়
সন্ধ্যে হলে মন বলে যখন আকাশে
উঠবে চাঁদ করব দুইয়ে একসাথে চান
জ্যোৎস্নায় ভিজে এমন ভাবে যেমনটা সে নিজে করে কাকচক্ষু ঝিলে ডুবে।


তাই, আমার কাছে প্রিয়া আমার নিরবিচ্ছিন্ন আলোর উৎস ,
দিনের বেলার সূর্য হোক
অথবা সন্ধ্যার চন্দ্রালোক,
যখনই দেখি সে অপূর্ব দৃশ্য।