পার্শ্বচরিত্র
অরুণ কারফা


বলছিলাম কী,
সারাটা জীবন
ছিলাম যেহেতু এক সাধারণ
              নগন্য পার্শ্বচরিত্র তাই,
কোনোদিন কেউ আমায় নিয়ে  
আলোচনা করেনি গলা উঁচিয়ে
       অথবা কারুর মাথাব্যথা নাই।


তাই আকাশে উড়লে উঁচুতে চিল
আমার সঙ্গে খুঁজলে মিল
    ভুল হবে এক বিরাট অর্থে,
তার চেয়ে বরং অমার চাঁদ
এই বলে দিলে অপবাদ
            মেনে নেব বিনাশর্তে।


এসব শুনে একদিন সে
বলল আমায় একগাল হেসে...
তুমি হচ্ছ প্রেমাসক্ত শশী
রূপোলী হও দেখলে রূপসী
অমাবশ্যাতেও ছড়াও তমস,
সিক্ত হও না ডুবে জলেও
গাংচিল পৌঁছতে পারলেও
তবুও পায় না সেখানে পরশ। ।