অমাবশ্যার ছটা
অরুণ কারফা


অমাবশ্যা আমার ভীষণ ভালো লাগে ;
নাই বা এলো চাঁদ আকাশে
নিকষ আ়ঁধার আলোর বাধার
সব চেষ্টা বিনষ্ট করে
তারাদের এনে দেয় প্রকাশ্যে।


মনে হয় যেন ক্লান্ত প্রাণও,
যাদের জন্য কোকিল গানও
গায় না সাজানো বাগানে,
অন্ধকারে নতুন করে  
তারাই সব একত্রে জুড়ে
লড়ার চিন্তা পায় জীবনে।


যতক্ষণ না সূর্য উঠছে গগনে।