ছাই ঢেলে বাড়া ভাতে
অরুণ কারফা


ঝরে যায় পাতা.....
কোন সুরকারের কী এসে যায় তাতে?
এ সব লাগেনা গড়তে রচনা
অন্তরা বা স্থায়ীর গঠনে
কিংবা গানের সঞ্চারীতে;
          কবরী সজ্জিত করে না সই
এই নিয়ে তাই নেই হৈচৈ,
           যা হয়ে থাকে পান থেকে চুন
খসে পড়ে গেলে
                     মজলিসে আচম্বিতে।


কোনো অর্বাচীন তুলে নেয় ফুল.....
বাগান থেকে যায় এক টুকরো হাসি মুছে ,
           সুশীল সমাজে ব্যস্ত যারা সমাজ সংস্কারে গড়তে ধারা ,
           তারা বোঝে না কার হল ক্ষতি
          প্রস্ফুটিত প্রেমের কী হল গতি,
শোভা বর্ধন করতে গিয়ে
এক বেরসিকের মন জুগিয়ে
              ছাই ঢেলে বাড়া ভাতে।